রাজধানীর ৩৬ নম্বর ওয়ার্ডে অবৈধভাবে টানানো ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। শুক্রবার সকালে মগবাজার ও মধুবাগ এলাকার প্রধান সড়ক, বাসাবাড়ির সামনের অংশ এবং বাজার সংলগ্ন স্থানে এ অভিযানে অংশ নেন ডিএনসিসির পরিচ্ছন্নতা কর্মীরা।
অভিযানে অংশ নেওয়া কর্মীরা জানান, নগরীর দৃশ্যমান সৌন্দর্যহানি কমাতে সিটি কর্পোরেশন নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় ৩৬ নম্বর ওয়ার্ডে ছড়িয়ে থাকা নানা ধরনের পোস্টার, ব্যানার ও ফেস্টুন সরিয়ে ফেলা হয়। তাঁরা আরও জানান, প্রধান কার্যালয়ের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময় পরপর এসব এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে, যাতে অনুমতি ছাড়া স্থাপিত বিজ্ঞাপনসমূহ দ্রুত সরানো যায়।
এর আগে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, শুধু নভেম্বর মাসেই পুরো উত্তর সিটি এলাকায় ২ লাখ ৪৭ হাজার অবৈধ ব্যানার-ফেস্টুন ও পোস্টার অপসারণ করা হয়েছে। তাঁর ভাষ্য, “নগরজুড়ে এলোমেলোভাবে লাগানো পোস্টার ও ব্যানার শহরের সৌন্দর্য নষ্ট করে। মানুষ যেন পরিচ্ছন্ন একটি শহর পায় সেজন্য সিটি কর্পোরেশন কঠোর অবস্থান নিয়েছে।”
এদিকে সম্প্রতি ডিএনসিসি একটি গণবিজ্ঞপ্তি জারি করে জানায়, আগামী সাত দিনের মধ্যে অনুমতি ছাড়া স্থাপিত বিজ্ঞাপন, ব্যানার, ফেস্টুন, সাইনবোর্ড, এলইডি ও বিলবোর্ড নিজ দায়িত্বে অপসারণ করতে হবে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়—অনেকে ভবন, ছাদ, দেয়াল ও সড়কের উপরিভাগে অনুমতি ছাড়া বিজ্ঞাপন লাগাচ্ছেন, যা সিটি কর্পোরেশনের নিয়ম পরিপন্থী এবং জনসাধারণের ভিজ্যুয়াল পরিবেশ ক্ষতিগ্রস্ত করছে।
ডিএনসিসি আরও জানায়, নির্ধারিত সময়সীমা শেষে স্বেচ্ছায় অপসারণ না করা হলে উচ্ছেদ অভিযানের পাশাপাশি জরিমানা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের মতে, নগরকে পরিচ্ছন্ন, নিরাপদ ও দৃষ্টিনন্দন রাখতেই এসব কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।