ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলে আংশিক সংশোধন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। গত ১১ ডিসেম্বর প্রকাশিত মূল প্রজ্ঞাপনের কিছু তারিখ ও তথ্য সংশোধন করে নতুন একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত সংশোধিত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে মূলত তিনটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে কমিশন।
সংশোধিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ১১-এর দফা (১) অনুযায়ী জাতীয় সংসদ গঠনের উদ্দেশ্যে প্রত্যেক নির্বাচনি এলাকা থেকে একজন সদস্য নির্বাচনের জন্য ঘোষিত সময়সূচি সংবলিত গত ১১ ডিসেম্বর প্রকাশিত বাংলাদেশ গেজেট সংশোধন করা হয়েছে।
এতে আরও বলা হয়, গেজেটের ১৩৩০৫ পৃষ্ঠার ২য় ও ৩য় লাইনে উল্লিখিত সংবিধানের ১২৩ অনুচ্ছেদের অধীন শব্দ ও চিহ্নসমূহ বিলুপ্ত করা হয়েছে।
এছাড়া মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময়সীমায় পরিবর্তন আনা হয়েছে। আগে নির্ধারিত ২১-২৭ পৌষ (৫-১১ জানুয়ারি), সোমবার-রোববার এর পরিবর্তে নতুন করে নির্ধারণ করা হয়েছে ২১-২৫ পৌষ (৫-৯ জানুয়ারি), সোমবার-শুক্রবার।
আপিল নিষ্পত্তির তারিখেও সংশোধন আনা হয়েছে। গেজেটের ১৩৩০৬ পৃষ্ঠায় উল্লিখিত পূর্বের ২৮ পৌষ-৪ মাঘ (১২-১৮ জানুয়ারি), সোমবার-রোববার এর পরিবর্তে এখন নির্ধারণ করা হয়েছে ২৬ পৌষ-৪ মাঘ (১০-১৮ জানুয়ারি), শনিবার-রোববার।
নির্বাচন কমিশন জানিয়েছে, তফসিলের এই সংশোধন নির্বাচন কার্যক্রমকে আরও সুষ্ঠু ও সময়োপযোগী করতে সহায়ক হবে।