ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাম্প্রতিক বক্তব্য জাতির অনুভূতিতে আঘাত করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এমন এক সময়ে, যখন হাদির ওপর নৃশংস ও কাপুরুষোচিত হামলায় পুরো দেশ শোকাহত, তখন নির্বাচন কমিশনের প্রধানের বক্তব্য সাধারণ মানুষের মনে গভীর বেদনা সৃষ্টি করেছে।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন জামায়াত আমির। তিনি সিইসির প্রতি বিনীত কিন্তু দৃঢ় আহ্বান জানিয়ে বলেন, “আপনি একটি সংবেদনশীল ও নিরপেক্ষ দায়িত্বে রয়েছেন। তাই আপনার বক্তব্যের ব্যাখ্যা জাতির সামনে আপনাকেই দিতে হবে।”

ডা. শফিকুর রহমান বলেন, বর্তমানে নির্বাচন কমিশন এমন একটি প্রতিষ্ঠান, যার ওপর সামনের দিনগুলোতে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করছে। সেই জায়গা থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত হলেও সিইসির বক্তব্য জাতির আস্থা নষ্ট করেছে। এই আস্থা ফিরিয়ে আনার দায়িত্বও কমিশনের প্রধানের বলে তিনি উল্লেখ করেন।

হাদির শারীরিক অবস্থা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “আজ তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। আমরা তার জীবন নিয়ে গভীরভাবে শঙ্কিত। আল্লাহর দরবারে দোয়া করি—তিনি যেন হাদিকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনেন।”

তিনি আরও বলেন, সিইসির বক্তব্যের কারণে জাতির মনে যে কষ্ট তৈরি হয়েছে, তা দূর করতে হলে দ্রুত ও স্পষ্ট অবস্থান জানানো জরুরি। অন্যথায় জাতি নিজেই সিদ্ধান্তে পৌঁছাবে। “এই দুইটির একটিই হবে,”—বলে মন্তব্য করেন তিনি।

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, দায়িত্বজ্ঞানহীন আচরণ জাতি আর মেনে নেবে না। শুধু পদ আঁকড়ে থাকা নয়, দায়িত্ব পালনের যোগ্যতা প্রমাণ করাই এখন সবচেয়ে জরুরি। তা না হলে ইতিহাস আবারও ৫ আগস্টের মতো কঠিন অধ্যায়ের পুনরাবৃত্তি ঘটাতে পারে—যা কারও কাম্য নয়।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম ও মাওলানা রফিকুল ইসলাম খানসহ দলটির কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।