বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বাপেক্স) অধীনে হবিগঞ্জ গ্যাসফিল্ডের ৫নং কূপের ওয়ার্কওভার কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) পেট্রোবাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘তিতাস, বাখরাবাদ, হবিগঞ্জ ও মেঘনা গ্যাসফিল্ডের ৭টি কূপ ওয়ার্কওভার’ প্রকল্পের অংশ হিসেবে গতকাল (শুক্রবার) থেকে ৫নং কূপে কাজ শুরু হয়েছে। বাপেক্স বিজয়-১১ রিগ ব্যবহার করে এই ওয়ার্কওভার সম্পাদন করছে। প্রকল্পটি চলতি বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা।
ওয়ার্কওভার শেষ হলে হবিগঞ্জ গ্যাসফিল্ড থেকে জাতীয় গ্রিডে দৈনিক ১০ থেকে ১৫ মিলিয়ন ঘনফুট অতিরিক্ত গ্যাস সরবরাহ সম্ভব হবে। এতে গ্যাস সরবরাহ ব্যবস্থার স্থিতিশীলতা বৃদ্ধি পাবে এবং শিল্প ও গৃহস্থালি খাতে স্বাভাবিক সরবরাহ নিশ্চিত হবে।
পেট্রোবাংলা জানিয়েছে, প্রকল্পটি দেশের বিদ্যমান গ্যাস উৎপাদন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করার জন্য গুরুত্বপূর্ণ উদ্যোগ। এতে তিতাস, মেঘনা ও বাখরাবাদ গ্যাসফিল্ডের কার্যক্রমের সঙ্গেও সমন্বয় তৈরি হবে।
হবিগঞ্জ গ্যাসফিল্ডের ৫নং কূপে ওয়ার্কওভার শুরু হওয়ায় স্থানীয় এবং জাতীয় গ্রিডে প্রাকৃতিক গ্যাস সরবরাহ আরও নির্ভরযোগ্য ও ধারাবাহিক হবে বলে আশা করা হচ্ছে।