প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার লক্ষ্যে অধ্যাদেশ জারির দাবিতে সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন আরও জোরালো হয়েছে। আন্দোলনকে এককেন্দ্রিক ও কার্যকর করতে রাজধানীর টেকনিক্যাল মোড় ও তাঁতীবাজার এলাকা থেকে অবরোধ তুলে নিয়ে শিক্ষার্থীরা এখন সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়েছেন।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুর পৌনে একটার দিকে ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে জড়ো হন। এ সময় সড়কে অবস্থান নেওয়ায় সায়েন্সল্যাবসহ আশপাশের এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে নিউমার্কেট, ধানমন্ডি, কলাবাগান ও ফার্মগেটমুখী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

এর আগে শিক্ষার্থীরা টেকনিক্যাল মোড় ও তাঁতীবাজার এলাকায় পৃথকভাবে অবরোধ কর্মসূচি পালন করেন। পরে সমন্বয়কারীদের সিদ্ধান্ত অনুযায়ী সব শিক্ষার্থীকে সায়েন্সল্যাবে অবস্থান নিতে নির্দেশ দেওয়া হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আগামীকাল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিতে হবে। একই সঙ্গে রাষ্ট্রপতির পক্ষ থেকে দ্রুত অধ্যাদেশ জারির সুস্পষ্ট ঘোষণা দাবি করেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন শিক্ষার্থীরা।

এদিকে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অধ্যাদেশ অনুমোদনের বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মঙ্গলবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, প্রশাসনিক উৎকর্ষ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণের লক্ষ্যেই এই অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে। পরবর্তী ধাপে দ্রুত মন্ত্রিপরিষদ বিভাগের নীতিগত সম্মতি ও লেজিসলেটিভ বিভাগের ভেটিং শেষে এটি উপদেষ্টা পরিষদে উপস্থাপন করা হবে।

তবে শিক্ষার্থীরা বলছেন, কেবল আশ্বাস নয়—আইনগত সিদ্ধান্ত ও অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।