চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাতপরিচয় যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর পৌনে ২টার দিকে সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ জানায়, চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস স্টেশন অতিক্রম করার সময় হঠাৎ ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান যুবকটি। তার বয়স আনুমানিক ৩০ বছর। নিহতের মুখে দাড়ি ছিল, পরনে ছিল চেক লুঙ্গি ও বেগুনি-কমলা রঙের গেঞ্জি।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফ ছিদ্দিক বলেন, “মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এখনো নামপরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।”
পুলিশের ধারণা, দুর্ঘটনার সময় যুবকটি অসতর্ক অবস্থায় রেললাইন পার হচ্ছিলেন। স্থানীয়দের সহায়তায় নিহতের পরিচয় শনাক্তে প্রচেষ্টা চলছে।