প্লট বরাদ্দের দুর্নীতির মামলায় আদালত রোববার (২৭ নভেম্বর) ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন একমাত্র হাজতবাসী আসামি রাজউকের সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলমকে। রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ-৫-এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
রায়ের প্রেক্ষিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ আদালতে অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
মামলাগুলোতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল), বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকসহ আরও অনেকে আসামি ছিলেন। শেখ পরিবার ছাড়া মামলায় অন্যান্য আসামিরা রয়েছেন বিভিন্ন সরকারি কর্মকর্তা ও রাজউকের সাবেক কর্মকর্তারা।
দুদক প্রসিকিউটর জানিয়েছেন, তারা আসামিদের সর্বোচ্চ সাজা—জীবন কারাদণ্ড—প্রত্যাশা করেছিলেন। অপরদিকে আসামি খুরশীদ আলমের আইনজীবী দাবি করেছেন, দুদক তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়নি।
মামলার অভিযোগে বলা হয়েছে, সরকারের সর্বোচ্চ পদে থাকা অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরে ১০ কাঠা করে প্লট বরাদ্দ নিয়েছেন।
গত বছর জানুয়ারি থেকে বিভিন্ন সময় এই মামলাগুলো দায়ের করা হয় এবং তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। বর্তমানে এই মামলায় রায় ঘোষণা হয়েছে তিনটি মামলার মধ্যে একটিতে। বাকি মামলার প্রক্রিয়া আদালতে চলছে।