ক্যাডার বহির্ভূত ২২ কর্মকর্তাকে সহকারী সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। 

সোমবার (০১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

এতে বলা হয়, বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের পরামর্শের পরিপ্রেক্ষিতে এসব কর্মকর্তাকে জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী ৯ম গ্রেডভুক্ত (২২,০০০-৫৩,০৬০/-) সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে নিয়োগ করা হলো।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো এবং তা অবিলম্বে কার্যকর হবে বলেও এতে জানানো হয়েছে।