আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ১৭০ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালের বুরাক এয়ারলাইন্সের ফ্লাইট ইউজেড২২২-এর মাধ্যমে তারা ঢাকায় পৌঁছান।

বিমানবন্দরের সূত্র জানিয়েছে, সকল আনুষ্ঠানিকতা শেষে প্রত্যাবাসিতরা বিমানবন্দর ত্যাগ করেছেন।

আইওএম জানায়, গত ১৭ নভেম্বর তারা বেনগাজী থেকে দেশে প্রত্যাবাসিত হন। লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে বাংলাদেশ দূতাবাস, স্থানীয় কর্তৃপক্ষ ও আইওএম নিবিড়ভাবে কাজ করছে।

আইওএম-এর সহযোগিতায় বাংলাদেশি প্রবাসীরা দেশে ফিরলেও, তাদের পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে বিদেশে আটক প্রবাসীদের নিরাপদে দেশে ফেরানোর প্রচেষ্টা অব্যাহত থাকবে।