বাংলাদেশের কৃষি ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেছে এসিআই মটরস লিমিটেড। একদিনে ৩৫০টি ট্রাক্টর কৃষকদের হাতে তুলে দিয়ে প্রতিষ্ঠানটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে। কৃষি যান্ত্রিকীকরণে দেশের সক্ষমতা ও আধুনিক কৃষি প্রযুক্তির বিস্তারই ছিল এই ব্যতিক্রমী উদ্যোগের মূল লক্ষ্য।
সোমবার (২৭ অক্টোবর) দিনাজপুরের গোর-এ-শহীদ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত এই বিশাল আয়োজনে কৃষক, স্থানীয় প্রশাসন ও এসিআই কর্মকর্তারা অংশ নেন। এসিআই মটরসের ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ট্রাক্টরস লিমিটেডের সিইও গৌরব সাক্সেনা, এসিআই মটরসের ব্যবসা প্রধান মো. আসিফ উদ্দিনসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
গিনেস কর্তৃপক্ষের যাচাই–বাছাই শেষে রবিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এই বিশ্বরেকর্ডের স্বীকৃতি প্রদান করা হয়। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, “এটি শুধু এসিআই নয়, বাংলাদেশের কৃষির জন্য একটি ঐতিহাসিক অর্জন।”
উপ-ব্যবসা পরিচালক আসিফ ফয়সল রুমি বলেন, “সোনালীকা ট্রাক্টর ইতোমধ্যে ৩৫ হাজারেরও বেশি বিক্রির মাধ্যমে কৃষকদের আস্থা অর্জন করেছে। আমরা দেশের ট্রাক্টর বাজারের অর্ধেকেরও বেশি দখলে রেখেছি।”
ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস বলেন, “কৃষকই বাংলাদেশের প্রাণ। তাদের উৎসাহিত করা, আধুনিক প্রযুক্তি পৌঁছে দেওয়া এবং কৃষির মর্যাদা বাড়ানোই আমাদের উদ্দেশ্য। আজ আমরা দেখালাম বাংলাদেশের কৃষকরাও গিনেস রেকর্ডের অংশ হতে পারে।”
চলতি বছর এসিআই ও ভারতের সোনালীকা ট্রাক্টরের ১৮ বছরের যৌথ যাত্রা উদযাপন করছে। আয়োজনে প্রদর্শিত হয় বিশ্বের সবচেয়ে বড় ‘সোনালীকা ট্রাক্টর লোগো’, যা দিনাজপুরের মাটিতে কৃষির গর্বের প্রতীক হয়ে ওঠে।
ইএফ/