ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভুয়া চিকিৎসক সেজে প্রতারণা করতে গিয়ে ধরা পড়েছেন সজীব বর্মন (৩৫)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে নিউরো সার্জারি বিভাগের ২০০ নম্বর ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়।
ভুক্তভোগী লিটন চক্রবর্তী জানান, তার শ্বশুর ভর্তি হওয়ার পর সজীব নিজেকে বড় ডাক্তার পরিচয়ে যোগাযোগ করেন।
তিনি প্রথমে ১০০ টাকা নিয়ে ওষুধ লেখেন, পরে ইনজেকশন পুশ করার জন্য আরও ৫০০ টাকা দাবি করেন। মোবাইল চাওয়ার পর সন্দেহ হলে আনসারদের সহায়তায় তাকে ধরা হয়।
আনসার প্লাটুন কমান্ডার মো. সেলিম মিয়া বলেন, “সে নিজেকে ভুয়া চিকিৎসক হিসেবে স্বীকার করেছে। এর আগেও কয়েকবার এভাবে ধরা পড়েছিল।”
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ফারুক জানান, শাহবাগ থানায় এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।