আগামী বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রকাশিত হচ্ছে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল। সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের পর একযোগে ফল প্রকাশ করা হবে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের ১১টি শিক্ষা বোর্ড— সাধারণ, মাদ্রাসা ও কারিগরি— এর ফলাফল একসঙ্গে ঘোষণা করা হবে।

শিক্ষার্থীরা তিনভাবে ফলাফল জানতে পারবে:
১️. ওয়েবসাইটে: www.educationboardresults.gov.bd-এ গিয়ে বোর্ড, রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল দেখা যাবে।
২️. এসএমএসে: নির্ধারিত শর্ট কোড 16222-এ বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল ও বছর লিখে পাঠাতে হবে।
৩️. প্রতিষ্ঠানের মাধ্যমে: সংশ্লিষ্ট কেন্দ্র বা বিদ্যালয় থেকেও ফল জানা যাবে।

ফল পুনঃনিরীক্ষার আবেদন গ্রহণ করা হবে ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত, শুধুমাত্র অনলাইনে (https://rescrutiny.eduboardresults.gov.bd)