রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া মোবাইল ফোনে অবৈধভাবে আইএমইআই নম্বর পরিবর্তনের মাধ্যমে সেগুলো পুনরায় বাজারজাত করছে সংঘবদ্ধ অপরাধী চক্র। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে, এই অপরাধে জড়িত একাধিক সিন্ডিকেট সক্রিয় রয়েছে এবং তারা সাইবার অপরাধীদের কাছে এসব ফোন বিক্রি করছে।

রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার এসব তথ্য তুলে ধরেন। তিনি জানান, সম্প্রতি প্রতিদিন বিপুলসংখ্যক মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তনের ঘটনা নজরে আসছিল, যা সন্দেহজনক বলে মনে হয়।

এরই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যায় গুলিস্তান পাতাল মার্কেট এলাকায় অভিযান চালিয়ে একটি মোবাইল দোকান থেকে মো. আসাদুজ্জামান (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই দোকানের কর্মচারী বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযানে আইএমইআই কেটে ফেলা পাঁচটি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া আইএমইআই পরিবর্তনের জন্য জমা রাখা আরও কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

ডিসি নাসের রিকাবদার বলেন, অভিযানে এমন দুটি বিশেষ সফটওয়্যার শনাক্ত করা হয়েছে, যেগুলোর মাধ্যমে ডাটা কেবলের সাহায্যে মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করা সম্ভব। এই প্রযুক্তির অপব্যবহার সাইবার অপরাধকে আরও জটিল ও ভয়ংকর করে তুলছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি আইএমইআই পরিবর্তনের সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পুলিশ জানিয়েছে, দোকানে বসেই নিয়মিতভাবে এই অবৈধ কাজ করা হতো।

ডিবির প্রাথমিক তদন্তে গুলিস্তানসহ আশপাশের এলাকায় আরও অন্তত ৮ থেকে ১০টি দোকানে একই ধরনের কার্যক্রম চলার তথ্য পাওয়া গেছে। দোকানগুলো বন্ধ থাকায় তাৎক্ষণিক অভিযান সম্ভব হয়নি, তবে খুব শিগগিরই ব্যাপক অভিযান চালানো হবে বলে জানিয়েছে পুলিশ।

ডিবি বলছে, আইএমইআই পরিবর্তন করা হলে প্রকৃত মালিক চুরি হওয়া ফোন শনাক্ত করতে পারেন না। এতে অপরাধীরা সহজেই মোবাইল বিক্রি ও ব্যবহার করতে পারে, যা আইনশৃঙ্খলার জন্য বড় হুমকি হয়ে উঠছে।