নারী মুক্তি ও মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ভূমিকা নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার ভাষায়, রোকেয়া সেই মহীয়সী নারী যিনি সমাজের রক্ষণশীলতার বেড়াজাল ভেঙে নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে এগিয়ে এনেছিলেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেগম রোকেয়া দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, প্রতিবছরের মতো এবারও জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে নারী জাগরণের অগ্রদূতকে। নারী শিক্ষাকে কেন্দ্র করে যে সামাজিক আন্দোলন রোকেয়া সূচনা করেছিলেন, আজও তা দেশের নারী উন্নয়ন ও ক্ষমতায়ন প্রচেষ্টার প্রধান ভিত্তি।

তিনি বলেন, ঊনবিংশ শতকের কঠোর সামাজিক বাধা অতিক্রম করে রোকেয়া যে সাহস দেখিয়েছেন, তা ছিল যুগান্তকারী। তিনি উপলব্ধি করেছিলেন—নারীর মুক্তির প্রথম শর্ত হলো শিক্ষা। সেই উপলব্ধি থেকেই তিনি নারীদের শিক্ষার অধিকার প্রতিষ্ঠায় জীবন উৎসর্গ করেন। তার দেখা স্বপ্নের ধারাবাহিকতায় আজ অন্তর্বর্তীকালীন সরকারও নারী উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।