শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রুপনারায়ন কুড়া ইউনিয়নের গাছগড়া গ্রামে পানির জন্য পাইপ বসাতে গিয়ে মিলেছে প্রাকৃতিক গ্যাসের সন্ধান। স্থানীয়রা এখন সেই গ্যাস দিয়েই রান্নার কাজ চালাচ্ছেন।
ঘটনাটি ঘটে প্রায় ১০ দিন আগে। তবে বিষয়টি জানলেও প্রশাসন এখনো কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ গ্রামবাসীর। তারা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর পাঠানো ও ভিডিও ফুটেজ পাঠানোর পরও কোনো প্রতিনিধি ঘটনাস্থলে যাননি।
স্থানীয় কৃষক নূর মোহাম্মদ প্রথমে সাব-মার্সিবল পাম্প বসানোর জন্য প্রায় ৪০ ফুট বোরিং করেন। কিন্তু মাটির নিচ থেকে অদ্ভুত চাপ অনুভূত হলে পাইপ ওপরের দিকে উঠতে শুরু করে এবং গর্ত দিয়ে পানি ও বুদবুদ উঠতে থাকে। পরপর আরও দুটি জায়গায় বোরিং করা হলেও একই ঘটনা ঘটে। পরে বাড়ির পূর্বদিকে চতুর্থ বোরিং সম্পন্ন করলে গ্যাসের প্রবল চাপ দেখা দেয়।
নূর মোহাম্মদ বলেন, ‘গর্ত দিয়ে বুদবুদের সঙ্গে বাতাস বের হয়। আগুন ধরালে দেখা যায়, গ্যাসে ভাত রান্না করা যাচ্ছে।’
ইউপি সদস্য হযরত আলী জানান, এলাকাটিতে এর আগেও কয়েকবার বোরিং করতে গিয়ে গ্যাস পাওয়া গিয়েছিল। এবার বিষয়টি গুরুত্বসহকারে অনুসন্ধানের দাবি জানান তিনি।
জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের কর্মকর্তা মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, ‘গ্যাসের পরিমাণ ও উৎস নির্ধারণের দায়িত্ব পেট্রোবাংলার। তবে উন্মুক্ত স্থানে এমন গ্যাস নিঃসরণে আগুন দেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ।’
স্থানীয়দের দাবি, বিষয়টি দ্রুত পরীক্ষা করে দেখলে শেরপুর অঞ্চলে নতুন গ্যাসক্ষেত্রের সম্ভাবনা মিলতে পারে।
ইএফ/