চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. রাজিব জানান, আজ মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে তিনতলা ভবনের নিচতলার গুদামঘর থেকে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুততম সময়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

রাজিব জানান, কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা—বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। পরে সেটা গুদামঘরে থাকা মালামালে ছড়িয়ে পড়ে।

তিনি বলেন, 'আগুন লাগার সঙ্গে সঙ্গেই আমরা থানার সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নিই, যাতে কোনো প্রাণহানি না হয়।'