সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়াকে বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করে দেন দেশের সর্বোচ্চ আদালত। এর ফলে অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে রিটকারীর চ্যালেঞ্জ কার্যত নিষ্পত্তি হলো এবং হাইকোর্টের দেওয়া বৈধতার রায় বহাল থাকল।
আদালতের এই সিদ্ধান্তে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত বর্তমান অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক অবস্থান আরও দৃঢ় হলো বলে আইন সংশ্লিষ্ট মহল মনে করছে।