বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, তরুণ প্রজন্মের জন্য সবচেয়ে ভয়াবহ চ্যালেঞ্জ হয়ে উঠেছে মাদক। এই ধ্বংসাত্মক প্রবণতা থেকে যুব সমাজকে রক্ষা করতে হলে খেলাধুলাকে জীবনের অংশ করে তুলতে হবে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে ‘৬ষ্ঠ জাতীয় নারী বেসবল চ্যাম্পিয়নশিপ ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

শেখ বশিরউদ্দীন বলেন, মাদক তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে বড় বাধা। খেলাধুলায় যুক্ত থাকলে তারা সুস্থ, সৃজনশীল ও আত্মনিয়ন্ত্রিত জীবনযাপন করতে পারবে।

তিনি আরও বলেন, তরুণদের খেলাধুলায় মনোনিবেশ করতে হলে পর্যাপ্ত মাঠ ও ক্রীড়া পরিবেশ নিশ্চিত করা জরুরি। আমাদের প্রত্যেক এলাকায় খেলার মাঠ ফিরিয়ে আনতে হবে। খেলাধুলা শুধু শরীর চর্চা নয় এটি জীবন উপভোগ, নেতৃত্ব ও দলগত চেতনার পাঠ দেয়, যোগ করেন উপদেষ্টা।

তিনি মনে করেন, মাঠে নামলে তরুণরা অধ্যবসায়, সহনশীলতা ও পরাজয় মেনে নেওয়ার মানসিকতা শেখে যা ভবিষ্যতে নেতৃত্ব গুণ বিকাশে সহায়ক হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসবল ফেডারেশনের কর্মকর্তারা, ক্রীড়া সংগঠক ও অংশগ্রহণকারী নারী অ্যাথলেটরা। উদ্বোধনী ম্যাচে দেশের বিভিন্ন জেলার নারী দল অংশ নেয়।