মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল নেমেছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ জাতির সূর্য সন্তানদের স্মরণে স্মৃতিসৌধে সমবেত হন।

সরেজমিনে দেখা যায়, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন, স্কুল-কলেজের শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা ফুল, ব্যানার ও ফেস্টুন হাতে জাতীয় স্মৃতিসৌধে এসে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করছেন। শ্রদ্ধার ফুলে ফুলে ভরে উঠেছে বীর শহীদদের স্মরণবেদী।

মানিকগঞ্জ থেকে পরিবারের সঙ্গে জাতীয় স্মৃতিসৌধে আসা কলেজ শিক্ষার্থী শারমিন আক্তার বলেন, “আমি মুক্তিযুদ্ধ দেখিনি, তবে বইয়ে পড়েছি। আজ পরিবারের সঙ্গে প্রথমবার জাতীয় স্মৃতিসৌধে এসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে গর্বিত।”

এদিকে শ্যামলী থেকে আসা আরিফুল ইসলাম বলেন, “যাঁদের আত্মত্যাগে দেশ স্বাধীন হয়েছে, তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে আমি প্রতি বছরই জাতীয় স্মৃতিসৌধে আসি। এবারও এসে বীর শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছি।”

স্কুল শিক্ষক সাইফুল ইসলাম বলেন, “মুক্তিযুদ্ধের মাধ্যমেই আমরা স্বাধীনতা অর্জন করেছি। জাতির সূর্য সন্তানদের স্মরণে এই দিনে জাতীয় স্মৃতিসৌধে এসে বিনম্র শ্রদ্ধা জানানো আমাদের দায়িত্ব। এটি আমাদের গৌরবের দিন।”

দিনব্যাপী শ্রদ্ধা নিবেদন ও স্মরণ কর্মসূচির মধ্য দিয়ে জাতি গভীর শ্রদ্ধায় স্মরণ করছে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের।