রাজধানীর হাতিরঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপ মাদকবিরোধী এ বিশেষ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার হওয়া দুইজন হলেন মুক্তা আক্তার (২৭) এবং মো. সুলতান (২২)। সিটিটিসির প্রাথমিক তথ্য অনুযায়ী, তারা বেশ কিছুদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় গাঁজা সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন। দুজনের কাছ থেকেই মোট ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পশ্চিম রামপুরা–হাতিরঝিল এলাকায় অভিযানে নামে সিটিটিসির একটি দল। সন্দেহজনক গতিবিধি দেখে দুইজনকে আটক করা হয় এবং তল্লাশিতে বড় পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।
তদন্ত সূত্রে জানা গেছে, গ্রেপ্তার মুক্তা আক্তারের বিরুদ্ধে কুমিল্লা ও কক্সবাজার থানায় পূর্বেও দুটি মাদক মামলা রয়েছে। সিটিটিসির কর্মকর্তারা মনে করছেন, তারা একটি চক্রের হয়ে নিয়মিত মাদক পরিবহনে যুক্ত ছিলেন। রাজধানীতে বিভিন্ন স্পটে তারা মাদক সরবরাহ করত বলে ধারণা করছে তদন্তকারী সংস্থা।
গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি। পাশাপাশি মাদক চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান আরও জোরদার করা হবে।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীজুড়ে মাদকবিরোধী অভিযানের তৎপরতা অব্যাহত থাকবে। তারা বলেছে, মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে, কোনোভাবেই মাদক ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না।