শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল পাঁচটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠান। এতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজসহ ২৫টি রাজনৈতিক দলের প্রতিনিধি স্বাক্ষর করেন।
সনদে স্বাক্ষরের পর নেতারা একে অন্যের হাত ধরে ঐক্যের বার্তা দেন। বিএনপি, জামায়াত, এবি পার্টি, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদসহ অংশ নেয়া দলগুলোর মধ্যে শুধু এনসিপি অনুপস্থিত ছিল। ইতিমধ্যে সিপিবি, বাসদ ও জাসদও অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছিল।
প্রধান উপদেষ্টা ইউনূস বলেন, “জুলাই সনদ বাংলাদেশের গণতন্ত্র ও পুনর্গঠনের নতুন পথনির্দেশ।”
তবে অনুষ্ঠানের বাইরে বিক্ষোভ করেছে ‘জুলাই যোদ্ধা ও শহীদের পরিবার’। তাদের তিন দফা দাবি সনদে অন্তর্ভুক্ত না হওয়ায় সংঘর্ষের ঘটনাও ঘটে।
বৃষ্টিসত্ত্বেও কূটনীতিক, উপদেষ্টা পরিষদের সদস্য ও নাগরিক সমাজের প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।