বিজিবি সূত্র জানায়, ফেরতপ্রাপ্তরা বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশের অভিযোগে দেশটিতে আটক হয়েছিলেন। পরবর্তীতে ভারতীয় আদালতের আদেশ ও কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্নের পর তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

ফেরত আসা ৩১ জনের মধ্যে রয়েছেন ১৩ জন পুরুষ, ১৫ জন নারী ও তিনজন শিশু। তারা ভারতের বিভিন্ন কারাগারে দীর্ঘদিন ধরে আটক ছিলেন। আনুষ্ঠানিকতা শেষে তাদের দর্শনা সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে। মানবিক কারণে এবং দুই দেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের অংশ হিসেবেই বিএসএফ এ উদ্যোগ নিয়েছে বলে জানানো হয়। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর যৌথ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানায় বিজিবি।

পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন সুবেদার আবুল হাসানসহ ১০ সদস্যের প্রতিনিধি দল। বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ইন্সপেক্টর শিব শঙ্কর সিংসহ সমসংখ্যক সদস্য। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে চুয়াডাঙ্গা জেলার দর্শনা ও মহেশপুর সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশের ঘটনায় আটক ও হস্তান্তরের প্রবণতা বেড়েছে। স্থানীয়দের সচেতনতা বৃদ্ধি ও সীমান্ত টহল জোরদারের মাধ্যমে এ ধরনের ঘটনা রোধে কাজ চলছে বলে জানিয়েছে বিজিবি।