রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৬ হাজার ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের গুলশান বিভাগ। সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত টানা অভিযানে এ মাদক কারবারিদের আটক করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে জানান, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে রাজধানীতে ইয়াবা সরবরাহ ও পাইকারি বিক্রির সঙ্গে জড়িত।
প্রথম অভিযানটি চালানো হয় সোমবার রাত ১১টার দিকে মালিবাগ চৌধুরীপাড়া এলাকায়। গুলশান ডিবির একটি বিশেষ দল সেখান থেকে মো. রফিক (৬৩) নামে এক পাচারকারীকে আটক করে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ২ হাজার পিস ইয়াবা। দীর্ঘ সময় ধরে রফিক ওই এলাকায় মাদক সরবরাহ করত বলে তদন্তে জানা গেছে।
এরপর রাত ১২টা ৫ মিনিটের দিকে দ্বিতীয় অভিযানটি পরিচালনা করা হয় দারুস সালাম থানার গাবতলী এলাকায়। সেখান থেকে ডিবির সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম গ্রেপ্তার করে মোসা. শামসুন্নাহার মুন্নি (৪০) নামে এক নারী মাদক কারবারিকে। তার কাছ থেকেও উদ্ধার করা হয় ২ হাজার পিস ইয়াবা। তিনি গাবতলী ঘাট এলাকা ঘিরে সক্রিয় একটি নারীবাহিনীর সদস্য বলে জানায় পুলিশ।
তৃতীয় অভিযানটি ঘটে রাত ১টা ৪০ মিনিটে কল্যাণপুরে। ডিবির অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম আটক করে রাসনা আক্তার (৪২) নামে আরেক নারী পাচারকারীকে। রাসনার কাছ থেকেও উদ্ধার করা হয় আরও ২ হাজার ইয়াবা ট্যাবলেট।
ডিসি তালেবুর রহমান বলেন, তিনজনই একই চক্রের সক্রিয় সদস্য। তারা রাজধানীর বিভিন্ন এলাকায় ছোট ছোট নেটওয়ার্ক ব্যবহার করে ইয়াবা সরবরাহ করত। উদ্ধার হওয়া ইয়াবা বিক্রির উদ্দেশ্যে হেফাজতে ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা প্রস্তুত করা হচ্ছে। খুব শিগগিরই তাদের আদালতে সোপর্দ করা হবে।