অক্টোবরের মাঝামাঝি এসে ঢাকার আকাশে শরতের শুষ্কতা ও রোদের তেজ যেন একসঙ্গে ঝলসে দিচ্ছে নগরজীবন। সোমবার (২০ অক্টোবর) সকাল থেকেই রাজধানীতে জ্বলন্ত রোদে নাজেহাল মানুষ। ঘামে ভেজা শরীর, আর্দ্র বাতাসে হাঁপ ধরা ক্লান্তি সব মিলিয়ে চরম অস্বস্তি।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ ঢাকায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আকাশ কখনো মেঘলা, কখনো পরিষ্কার থাকলেও সারাদিন আবহাওয়া থাকবে শুষ্ক। উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮–১২ কিলোমিটার বেগে হালকা বাতাস বয়ে যাবে, যা গরম কমাতে পারবে না।
আজ সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা ছিল ২৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ৮৮ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি, আর আজ সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় এক ফোঁটা বৃষ্টিও হয়নি।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, চট্টগ্রাম বিভাগের দু-একটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তবে দেশের বাকি অংশে তেমন কোনো পরিবর্তনের ইঙ্গিত নেই।
তাপমাত্রার এই ধারাবাহিক উষ্ণতা আরও কয়েকদিন চলবে বলে জানিয়েছে ঝড় সতর্কীকরণ কেন্দ্র।