ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জুলাই যোদ্ধা শরীফ মো. ওসমান হাদীর কিডনির কার্যক্ষমতা ফিরে এসেছে। পাশাপাশি রক্ত জমাট বাঁধা ও রক্তক্ষরণের অসামঞ্জস্যতাও বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তবে তাঁর সার্বিক শারীরিক অবস্থা এখনো অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে এভারকেয়ার হাসপাতাল ঢাকায় গঠিত মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণ থেকে এসব তথ্য জানা যায়। মেডিকেল বোর্ডের বরাতে সর্বশেষ স্বাস্থ্যগত অবস্থা গণমাধ্যমকে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব আব্দুল আহাদ।

তিনি জানান, শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন সম্পন্ন হওয়ার পর উন্নত চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য শরীফ ওসমান হাদীকে এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়।

এভারকেয়ার হাসপাতালের ডিরেক্টর অব মেডিকেল সার্ভিসেস (ডিএমএস) ডা. আরিফ মাহমুদ মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত তুলে ধরে বলেন, গুলিবিদ্ধ হওয়ার ফলে রোগীর মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সার্জিক্যাল হস্তক্ষেপ শেষ হওয়ায় বর্তমানে তাঁকে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে এবং ব্রেন প্রোটেকশন প্রটোকল অনুযায়ী প্রয়োজনীয় সব ধরনের সাপোর্ট অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, রোগীর ফুসফুসে আঘাত রয়েছে। চেস্ট ড্রেইন টিউবের মাধ্যমে অল্প পরিমাণ রক্ত বের হওয়ায় টিউবটি চালু রাখা হয়েছে। ফুসফুসে সংক্রমণ ও এআরডিএস প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হচ্ছে।

মেডিকেল বোর্ড জানায়, পূর্বে রোগীর শরীরে ডিসেমিনেটেড ইনট্রাভাসকুলার কোয়াগুলেশন (DIC) দেখা দিলেও বর্তমানে তা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। সার্বক্ষণিক মনিটরিংয়ের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী রক্ত ও রক্তজাত উপাদান সঞ্চালন অব্যাহত রয়েছে।

ব্রেন স্টেম ইনজুরির কারণে রোগীর রক্তচাপ ও হৃদস্পন্দনে ওঠানামা হচ্ছে। হৃদস্পন্দন বিপজ্জনকভাবে কমে গেলে তাৎক্ষণিকভাবে টেম্পোরারি পেসমেকার স্থাপনের জন্য চিকিৎসক দল প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে।

মেডিকেল বোর্ড রোগীর চিকিৎসায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক ও সাপোর্টিভ স্টাফদের মানবিক ও পেশাদার ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে। একই সঙ্গে অপ্রয়োজনে হাসপাতালে ভিড় না করা, কোনো ধরনের ভিজিট না করা এবং অনুমানভিত্তিক বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার অনুরোধ জানানো হয়।

বর্তমানে শরীফ মো. ওসমান হাদীর অবস্থা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। তাঁর দ্রুত আরোগ্যের জন্য মেডিকেল বোর্ড ও পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।