রাজধানীর মগবাজারে প্রকাশ্য সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনায় সিয়াম (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ভবনের সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সিয়াম একটি গাড়ির ডেকোরেশন দোকানের কর্মচারী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে মগবাজার ফ্লাইওভারের ওপর থেকে একটি শক্তিশালী ককটেল নিচে নিক্ষেপ করা হয়। ককটেলটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা সিয়ামের মাথার ওপর পড়ে সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয়। বিকট শব্দে বিস্ফোরণের পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিস্ফোরণের ভয়াবহতায় আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে ছুটোছুটি শুরু করেন।
রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম ঘটনাটি নিশ্চিত করে জানান, কে বা কারা ফ্লাইওভার থেকে ককটেলটি নিক্ষেপ করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ককটেলটি সরাসরি সিয়ামের মাথায় আঘাত হানায় তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে থানা পুলিশ, ডিবি পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।
বিস্ফোরণের আলামত সংগ্রহ ও ঘটনার প্রকৃতি যাচাই করতে বোম্ব ডিসপোজাল ইউনিট কাজ শুরু করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার সময়কার বর্ণনায় স্থানীয় চা দোকানি ফারুক বলেন, “সিয়াম আমার দোকানে চা খেতে এসেছিল। হঠাৎ ওপর থেকে কিছু একটা পড়ে বিস্ফোরণ হয়। চোখের পলকেই সে মাটিতে লুটিয়ে পড়ে।”
নিহতের ছোট ভাই সিজান জানান, সিয়াম জাহিদ কার ডেকোরেশন নামের একটি দোকানে কাজ করত। কাজ শেষে নাস্তা কিনতে বের হয়েছিল সে। কয়েক মিনিটের মধ্যেই পরিবারের ওপর নেমে আসে এই ভয়াবহ দুর্ঘটনা। তাদের বাড়ি খুলনা জেলার দৌলতপুর থানায় হলেও বর্তমানে তারা মগবাজার এলাকায় বসবাস করছিলেন।
এ ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত জোরদার করেছে।