রাজধানীতে হঠাৎ মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে পড়ায় বিপাকে পড়েছেন হাজারো যাত্রী। রোববার (২৬ অক্টোবর) দুপুরে ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী আবুল কালাম (শরীয়তপুর) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। এ ঘটনার পরই সতর্কতা হিসেবে মেট্রোরেল কর্তৃপক্ষ ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয়।
ফার্মগেট এলাকার এক দোকানদার বলেন, “হঠাৎ একটি শব্দ শুনে দেখি মানুষ দৌড়াচ্ছে। পরে জানতে পারি, মেট্রোরেল থেকে ধাতব অংশ পড়ে একজন মারা গেছেন। ঘটনাটি খুবই মর্মান্তিক।”
তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন জানান, “দুপুরে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে মেট্রোরেলের একটি অংশ খুলে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান।”
দুর্ঘটনার পর থেকে উত্তরা, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, সচিবালয় ও মতিঝিল—সব রুটেই মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। ফলে হাজারো যাত্রী স্টেশনে আটকা পড়ে।
উত্তরা স্টেশন থেকে মতিঝিল যাওয়ার পথে যাত্রী হাসান মাহমুদ বলেন, “টিকিট কেটে প্ল্যাটফর্মে উঠেছিলাম, কিন্তু ঘোষণা এলো ট্রেন বন্ধ। কেউ জানে না কখন চলবে, তাই বাধ্য হয়ে বাসে যাচ্ছি।”
অফিসগামী সাজিদা আক্তার বলেন, “মেট্রোরেল বন্ধ থাকায় প্রচণ্ড বিপাকে পড়েছি। রাস্তায় এখন ভয়াবহ যানজট।”
দুপুরের পর সচিবালয় স্টেশনে গিয়ে দেখা যায়, গেটে তালা ঝুলছে। শত শত যাত্রী অপেক্ষা করছেন বাইরে। অনেকে বুঝতেই পারেননি কেন বন্ধ মেট্রোরেল। নিয়মিত যাত্রী শামীম বলেন, “মিরপুর ১০ যেতে এসেছিলাম, কিন্তু ট্রেন বন্ধ। এতে সড়কেও ভোগান্তি বেড়েছে, যানজট মারাত্মক।” ফার্মগেটের দুর্ঘটনা ঘিরে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। আপাতত নিরাপত্তা নিশ্চিতে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে।
ইএফ/