চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকায় চেকপোস্টে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা আটক হওয়ার পর ওই পুলিশ সদস্যকে ছেড়ে দেওয়ার অভিযোগে আদালত সরাসরি তদন্তের নির্দেশ দিয়েছেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস.এম. আলাউদ্দিন মাহমুদের নজরে গত ২৩ ডিসেম্বর প্রকাশিত সংবাদটি আসে। ম্যাজিস্ট্রেট অভিযোগ অনুযায়ী, আটক পুলিশ সদস্য ইমতিয়াজ হোসেন কক্সবাজার জেলা আদালতের এক বিচারকের গানম্যান হিসেবে কর্মরত। তবে বাকলিয়া থানার কর্মকর্তারা তাকে ছেড়ে দেন এবং জব্দকৃত ইয়াবা গায়েব করে ফেলার অভিযোগ উঠেছে।
আদেশে বলা হয়েছে, “প্রকাশিত প্রতিবেদন পর্যালোচনায় সন্দেহজনক অনুমান পাওয়া গেছে যে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৪৬ ধারার অধীনে অভিযোগ থাকা সত্ত্বেও মামলাটি দায়ের করা হয়নি এবং জব্দকৃত ইয়াবা লোপাট করা হয়েছে। এতে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা সরকারি দায়িত্বে অবহেলা ও ক্ষমতার অপব্যবহার করেছেন এবং ফৌজদারি অপরাধ সংঘটিত হয়েছে।”
ম্যাজিস্ট্রেট এস.এম. আলাউদ্দিন মাহমুদ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ জোনের উপ-কমিশনারকে আগামী ১২ জানুয়ারি এর মধ্যে বিস্তারিত তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
আদেশের অনুলিপি প্রেরণ করা হয়েছে মহানগর দায়রা জজ, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, পুলিশ প্রধান (আইজিপি) এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবরে।