৪৯তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার ফল আজ (১৯ অক্টোবর) সন্ধ্যায় প্রকাশিত হবে। প্রার্থীরা ফল জানতে পিএসসির ওয়েবসাইট ও মোবাইল এসএমএসের মাধ্যমে সক্ষম হবেন।
গত ১০ অক্টোবর ৪৯তম বিশেষ বিসিএসের এমসিকিউ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা মহানগরের বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়। এই বিসিএস মূলত চিকিৎসক পদ পূরণের জন্য আয়োজন করা হয়।
প্রার্থীদের সংখ্যা ছিল ৩ লাখ ৭৪ হাজার ৭৫২ জন। পরীক্ষার ফল পিএসসির www.bpsc.gov.bd ওয়েবসাইট ও মোবাইল এসএমএসের মাধ্যমে প্রকাশিত হবে। কমিশন সূত্র জানায়, ফল প্রকাশের সব আনুষ্ঠানিকতা শেষ এবং সন্ধ্যায় ফল প্রকাশ নিশ্চিত। করোনার পর জনস্বাস্থ্য খাতে শূন্যপদ পূরণের লক্ষ্যেই বিশেষ বিসিএস আয়োজন করা হয়েছে।