বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের বিপুল জনসংখ্যা কোনো বোঝা নয়; বরং এ জনশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে পারলে বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত আত্মনির্ভরশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ১টায় রাজধানীর শেওড়াপাড়ার মেহফিল কনভেনশন হলে ঢাকা-১৫ আসনের ওষুধ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির (বিসিডিএস) স্থানীয় কমিটি।

সভায় সভাপতিত্ব করেন বিসিডিএস নেতা এএএম আব্দুল্লাহ আল মামুন এবং পরিচালনা করেন সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান মাসুম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক।

ডা. শফিকুর রহমান বলেন, “মানুষ কখনো কোনো দেশের জন্য বোঝা নয়। আমাদের জনসংখ্যাকে শক্তিশালী জনশক্তিতে পরিণত করতে পারলেই দেশ এগিয়ে যাবে।” তিনি শারীরিক সুস্থতা ও ঈমানি শক্তি— উভয় দিক থেকেই মানবসম্পদ উন্নয়নকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

চিকিৎসকদের একটি অংশের অনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, “কিছু চিকিৎসক ওষুধ কোম্পানির সুবিধা নিয়ে নীতি-নৈতিকতা বর্জন করেন। এতে মানুষের জীবন নিয়ে দায়িত্বহীনতার পরিচয় মেলে।” তিনি সবাইকে হালাল-হারামের প্রতি যত্নবান হয়ে রোগীর স্বার্থে কাজ করার আহ্বান জানান।

দেশের ওষুধ শিল্পের অগ্রগতি নিয়ে তিনি বলেন, অতীতে বিদেশি কোম্পানিনির্ভরতা থাকলেও এখন দেশেই উৎপাদিত ওষুধ ৩৮টি দেশে রপ্তানি হচ্ছে। তিনি দেশীয় ওষুধ শিল্পকে আরও এগিয়ে নিতে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপের আহ্বান জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন— পেশাজীবী জোনের সহকারী পরিচালক জিয়াউল হাসান, কাফরুল জোনের সহকারী পরিচালক মো. শহিদুল্লাহ, আসনের সদস্য সচিব শাহ আলম তুহিনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।