রাজধানীর মালিবাগে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ছাত্র নূরে আলম রিফাতের কাছ থেকে চাপাতি দেখিয়ে আইফোন ও মানিব্যাগ ছিনতাই করার ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেফতার করা হয়েছে। র্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানিয়েছে, ২৪ অক্টোবর বাসার নিকটে ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা দুই ছিনতাইকারী রিফাতের কাছ থেকে সাড়ে সাত হাজার টাকা ও মোবাইল ফোন ছিনতাই করেন। তদন্তের পর শাহজাহানপুর এলাকা থেকে সুজন (৩০) ও মো. সাইফুল ইসলাম (২৪)কে গ্রেফতার করা হয় এবং ছিনতাইয়ে ব্যবহৃত রিকশা ও মোবাইল উদ্ধার করা হয়।
সুজন পেশাদার ছিনতাইকারী এবং তার বিরুদ্ধে রাজধানী ও নারায়ণগঞ্জে চারটি মামলা রয়েছে।
ইএফ/