মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফের প্রায় ১২ ফুট লম্বা একটি বিশাল আকৃতির অজগর উদ্ধার করা হয়েছে। বিভিন্ন স্থান থেকে একের পর এক অজগর উদ্ধারের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার ইছবপুর এলাকা থেকে এই অজগরটি উদ্ধার করা হয়। বাংলাদেশ বন্যপ্রাণী ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এই বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুরে ইছবপুর এলাকায় শ্রমিকরা ঝোপঝাড় পরিষ্কারের কাজ করার সময় পাশের দেয়ালে অজগরটিকে শুয়ে থাকতে দেখেন। শ্রমিকদের চিৎকারে স্থানীয়রা বেরিয়ে আসেন। অজগরটি লোকজনের উপস্থিতি আঁচ করে স্থান পরিবর্তনের চেষ্টা চালালে, বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও রাজদীপ দেব কৌশলে এটি উদ্ধার করেন। অজগরটি লম্বায় প্রায় ১২ ফুটের মতো। পরে বন বিভাগের কাছে এটি হস্তান্তর করা হয়। এর আগে রোববার (২৩ নভেম্বর) নোয়াগাঁও এলাকার একটি ধান ক্ষেত থেকেও প্রায় ৫ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়।
পরিবেশবাদীরা বলছেন, পাহাড়ি এলাকায় খাদ্য সংকট দেখা দেওয়ার কারণেই ঘন ঘন অজগরসহ অন্যান্য বন্যপ্রাণীরা লোকালয়ে বেরিয়ে আসছে।
বন্যপ্রাণী গবেষক জোহরা মিলা জানান, অজগর হলো নির্বিষ, নিশাচর ও খুবই অলস প্রকৃতির সাপ। এই প্রজাতিটি গাছে একাকী বাস করে। তিনি আরও বলেন, চামড়ার জন্য এটি পাচারকারীদের লক্ষবস্তুতে পরিণত হওয়ায় বনাঞ্চল থেকে এটি দিন দিন হারিয়ে যাচ্ছে। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ এর তফসিল-২ অনুযায়ী এই বন্যপ্রাণীটি সংরক্ষিত। তাই এটিকে হত্যা করা বা এর ক্ষতি করা শাস্তিযোগ্য অপরাধ।
ইএফ/