সয়াবিন ও পাম তেলের দাম লিটারে ৬ থেকে ১৩ টাকা বাড়ানোর সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টি। দলটির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, "সরকারের অদক্ষতা ও সিন্ডিকেটের দৌরাত্ম্যে বাজার এখন নিয়ন্ত্রণের বাইরে।"
আজ (মঙ্গলবার) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন,
"যখন সাধারণ মানুষের আয় কমে গেছে, নিত্যপণ্যের দাম লাগামছাড়া—ঠিক তখনই তেলের দাম বাড়ানো নিঃসন্দেহে একটি জনগণবিরোধী সিদ্ধান্ত। এতে শ্রমজীবী ও মধ্যবিত্ত শ্রেণির ভোগান্তি চরমে পৌঁছাবে।"
তিনি অভিযোগ করেন, সরকারের নিয়ন্ত্রণহীনতায় প্রভাবশালী ব্যবসায়ীচক্র এখন বাজারের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিয়েছে।
"এই সরকার সিন্ডিকেট-নির্ভর। বাজার কারসাজির মাধ্যমে জনগণের পকেট কাটা হচ্ছে, অথচ সরকার নীরব দর্শকের ভূমিকায়," — বলেন তিনি।
মোস্তাফিজুর রহমান ইরান অবিলম্বে তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানান এবং বলেন,
"বাংলাদেশ লেবার পার্টি জনগণের পাশে রয়েছে। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলব।"
উল্লেখ্য, বাণিজ্য মন্ত্রণালয়ের ঘোষণায় বোতলজাত সয়াবিন তেল লিটারে ১৩ টাকা ও পাম তেল ৬ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা নিয়ে দেশের সর্বস্তরে অসন্তোষ দেখা দিয়েছে।