আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)-এর কার্যক্রম বন্ধ ও সংগঠনটি নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করেছে হেফাজতে ইসলাম। শুক্রবার (২৪ অক্টোবর) জুমার নামাজের পর নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেটে সংগঠনটির নেতাকর্মীরা এই বিক্ষোভ সমাবেশে অংশ নেন।

সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা আলী উসমান। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইযহার এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা নাছির উদ্দীন মুনীর।

বক্তারা অভিযোগ করেন, ইসকন দেশের বিভিন্ন স্থানে ইসলামবিরোধী কর্মকাণ্ডে জড়িত থেকে সমাজে অস্থিরতা সৃষ্টি করছে। তারা দাবি করেন, “দেশে বিভিন্ন সময় সাম্প্রদায়িক উসকানি, ধর্ষণ, হামলা এবং গুমের ঘটনাগুলোর পেছনে ইসকনের সংশ্লিষ্টতা রয়েছে।”

বক্তাদের মতে, দেশের শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ইসকনকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করে দ্রুত নিষিদ্ধ করা প্রয়োজন। তারা বলেন, “যেভাবে অপরাধে জড়িত রাজনৈতিক দল বা ব্যক্তি আইনের আওতায় এসেছে, একইভাবে ইসকনকেও বিচারের মুখোমুখি করতে হবে।”

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন হেফাজতের কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম, কেন্দ্রীয় সহ-ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মাওলানা জাকারিয়া মাদানী, মহানগর নেতা মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা আব্দুল হালিম, মাওলানা রিদওয়ানুল ওয়াহেদ, মাওলানা আশরাফ বিন ইয়াকুব ও মাওলানা আনাস বিন আব্বাস।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হেফাজতে ইসলাম চট্টগ্রাম মহানগরের প্রচার সম্পাদক মাওলানা ইকবাল খলিল। এ সময় সংগঠনের বিভিন্ন স্তরের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

ইএফ/