নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী যে আন্দোলন করেছে, সেটিকে ‘রাজনৈতিক প্রতারণা’ আখ্যা দিয়ে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে তিনি বলেন, জামায়াত ও তার মিত্ররা সংস্কারের আড়ালে কৌশলগতভাবে রাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করেছে। তবে তার এই বক্তব্যের কঠোর সমালোচনা করেছে জামায়াতে ইসলামী।
দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “দায়িত্বশীল অবস্থান থেকে এমন মন্তব্য করা অগ্রহণযোগ্য। পিআর পদ্ধতি নিয়ে জামায়াতের আন্দোলন জনগণের অংশগ্রহণমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার প্রচেষ্টা ছিল।”
জুবায়ের আরও বলেন, “আমরা বিশ্বাস করি সত্যিকারের সংস্কার ও গণতন্ত্র প্রতিষ্ঠার পথে জনগণই চূড়ান্ত রায় দেবে, ব্যক্তিগত উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্যে নয়।”
জামায়াতের পক্ষ থেকে নাহিদের মন্তব্য প্রত্যাহারের আহ্বান জানানো হয় এবং ভবিষ্যতে এমন বিভ্রান্তিকর বক্তব্য থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়।