অন্তর্বর্তী সরকারের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দৃঢ়তা, নেতৃত্ব ও গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা নিয়ে নতুন একটি ডকুমেন্টারি প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আনুষ্ঠানিকভাবে ভিডিওটি প্রকাশ করে।

‘দ্য লং ওয়াক টু ডেমোক্রেসি’ শিরোনামের দুই মিনিট ৪০ সেকেন্ডের এই সরকারি প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এতে খালেদা জিয়ার রাজনৈতিক যাত্রার বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরা হয়েছে। বিশেষ করে তার ‘অবিচল নেতৃত্ব’, ‘দৃঢ়তা’, ‘দূরদর্শী সিদ্ধান্ত’ এবং ‘গণতান্ত্রিক মূল্যবোধে অবিচল থাকার মানসিকতা’কে কেন্দ্র করে গল্প নির্মিত হয়েছে।

ডকুমেন্টারিতে বলা হয়, “শিষ্টাচার, নৈতিকতা, সাহস ও প্রজ্ঞার সমন্বয়ে বেগম জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য চরিত্র। তার সুস্থতা কামনায় আজ পুরো জাতি ঐক্যবদ্ধভাবে প্রার্থনা করছে।”

ভিডিওটিতে স্বৈরাচারবিরোধী আন্দোলন, গণতান্ত্রিক কাঠামো পুনঃপ্রতিষ্ঠা এবং রাষ্ট্রপতি শাসনব্যবস্থা থেকে সংসদীয় গণতন্ত্রে ফিরে আসার প্রক্রিয়ায় বেগম জিয়ার ভূমিকাকে বিশেষভাবে চিত্রায়িত করা হয়েছে। পাশাপাশি, এক-এগারোর সময় তার আপসহীন অবস্থান, নিজের ও পরিবারের নিরাপত্তার বিনিময়েও আপোস না করার দৃঢ় সিদ্ধান্তকে গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে।

ডকুমেন্টারিতে আরও আলোচিত হয়েছে, বিগত সরকার আমলে তার বিরুদ্ধে গড়া “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” মামলাগুলো, কারাবরণ, চিকিৎসা সংকট থেকে শুরু করে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তার অবস্থান।

শেষাংশে একটি আবেগঘন বার্তা দিয়ে বলা হয়, “বেগম খালেদা জিয়া, জাতি আপনার জন্য প্রার্থনা করছে।”

সরকারি ডকুমেন্টারির এই প্রকাশনাকে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রামাণ্যচিত্রটি সামাজিক যোগাযোগমাধ্যমেও দ্রুত ছড়িয়ে পড়ে, সৃষ্টি করে ব্যাপক প্রতিক্রিয়া।