বিএনপি'র প্রাথমিক মনোনীত প্রার্থী ফখরুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী-৫ আসনের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা এই কর্মসূচিতে অংশ নেন, তাঁদের অভিযোগ—এই মনোনয়ন স্থানীয় রাজনৈতিক বাস্তবতা ও জনমতের সঙ্গে বেমানান এবং দলের জন্য সংকট তৈরি করতে পারে।

কর্মসূচি ও অভিযোগ: শুক্রবার (১৪ নভেম্বর) বেলা ১১টা ১০ মিনিট থেকে প্রায় এক ঘণ্টাব্যাপী এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। আয়োজকদের দাবি, দলীয় উচ্চপর্যায় থেকে জনগণের সঙ্গে সংযোগহীন প্রার্থী চাপিয়ে দেওয়া হয়েছে, যা এলাকাবাসীর কাছে অগ্রহণযোগ্য।

বিক্ষোভকারীরা বলেন, তৃণমূলের মতামতকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে এই বিতর্কিত মনোনয়ন দেওয়া হয়েছে, যা নোয়াখালীর স্থানীয় রাজনীতিকে আরও জটিল করে তুলছে।

  • ইব্রাহিম খলিল সাহেদ (জাতীয়তাবাদী ঢাকা ফোরামের সভাপতি): তিনি বলেন, "জনগণের সঙ্গে সংযোগহীন প্রার্থী চাপিয়ে দিলে দলের মারাত্মক ক্ষতি হতে পারে।"
  • নজরুল ইসলাম বাদল (যুগ্ম আহ্বায়ক): তিনি অভিযোগ করেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে দেওয়া এই মনোনয়ন তাঁরা মানতে নারাজ।
  • নুর উদ্দিন (সাবেক ছাত্রনেতা): তিনি যোগ্য নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, "ব্যক্তিকে রক্ষা করতে গিয়ে দলের ক্ষতি করা যাবে না।"

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা নয়াপল্টন কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নাইটিঙ্গেল মোড় ঘুরে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শান্তিপূর্ণভাবে শেষ হয়। তাঁরা দলের উচ্চপর্যায়ের কাছে ফখরুল ইসলামের মনোনয়ন অবিলম্বে বাতিল ও পুনর্বিবেচনার দাবি জানান।

ইএফ/