কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহর প্রার্থিতার বিরুদ্ধে করা আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে রিটার্নিং কর্মকর্তার দেওয়া সিদ্ধান্ত বহাল রেখে হাসনাত আবদুল্লাহর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আপিল শুনানিতে কমিশন এই সিদ্ধান্ত দেয়। এতে করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হাসনাত আবদুল্লাহর অংশগ্রহণে আর কোনো আইনগত বাধা রইল না।
এর আগে একই আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি হাসনাত আবদুল্লাহর প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আপিল করেন। আপিল আবেদনে তিনি অভিযোগ করেন, হাসনাত আবদুল্লাহ তার নির্বাচনী ব্যয়ের হিসাবে ‘ক্রাউড ফান্ডিং’-এর মাধ্যমে প্রাপ্ত ৩০ লাখ টাকার যে তথ্য দিয়েছেন, তা বাস্তবসম্মত নয় এবং বিভ্রান্তিকর।
তবে আপিল শুনানিতে নির্বাচন কমিশন ওই অভিযোগ গ্রহণযোগ্য নয় বলে মত দেয়। কমিশনের মতে, মনোনয়নপত্র বাতিলের মতো পর্যাপ্ত ও গ্রহণযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি।
এ অবস্থায় নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী হাসনাত আবদুল্লাহর মনোনয়নপত্র বৈধ বলে গণ্য হয়েছে এবং কুমিল্লা-৪ আসনে তার প্রার্থিতা বহাল থাকছে।