পুরান ঢাকার আরমানিটোলা এলাকার পানির পাম্প গলিতে রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী এবং ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়েদ হোসাইনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় ও পুলিশের সূত্রে জানা গেছে, তিনি কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতিরও সভাপতি ছিলেন।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার কথাটি নিশ্চিত করে জানান, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় লোকে বলছে মরদেহে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। “মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে আরও মেডিক্যাল প্রতিবেদন প্রয়োজন। আমরা ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফিড সংগ্রহ করছি এবং সেখানকার সাক্ষীদের সাথে কথা বলছি,” ওসি বলেন। ঘটনাস্থলে পুলিশ ও ফরেনসিক দলের সদস্যরা প্রাথমিক অনুসন্ধান চালাচ্ছেন।

স্থানীয়রা বলছেন, নিহত জুবায়েদ ওই এলাকায় একটি বাড়িতে টিউশনি পড়াতেন। নিহতের পরিবারের কোনো শোকবিলোপ বা আত্মীয়-স্বজন এখনো সংবাদমাধ্যমকে মন্তব্য করেননি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ তাজাম্মুল হক জানান, খবর পেয়ে তিনি সরাসরি ঘটনাস্থলে গিয়েছেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিবারের সাথে সংযোগ রাখছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনার সুষ্ঠু ও দ্রুত তদন্ত দাবি করেছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের চিহ্নিত করতে তল্লাশি এবং জেরা কার্যক্রম দ্রুত চালানো হচ্ছে। তদন্তের অগ্রগতি সম্পর্কে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে পুলিশ জানায়।