শনিবার বিকেল সাড়ে চারটার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে মনোনয়ন সাক্ষাৎকার চলাকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে।

‘আমার দেশ’ পত্রিকার প্রতিবেদক জাহিদুল ইসলাম বলেন, “ভিডিও করার সময় কয়েকজন আমাকে টেনে নিয়ে যায়, মোবাইল ভেঙে ফেলে, প্রেস কার্ড কেড়ে নেয়।”

এ সময় আরও কয়েকজন সাংবাদিক ডেইলি স্টারের সাজ্জাদ, নয়া দিগন্তের অসীম আল ইমরান ও জাগো নিউজের খালিদ হোসেন হেনস্তার শিকার হন।

ঘটনার পর উপস্থিত সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “এটি শুধু একজন সাংবাদিকের ওপর হামলা নয়, সংবাদ স্বাধীনতার ওপরও আঘাত।”

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন পাভেল জানান, “ঘটনাটি দুঃখজনক। দায়ীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।”