বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন বলেছেন, এখন আমাদের মা-বোনেরা রুখে দাঁড়ানো শিখেছে। যারা ইভটিজিং বা হুমকি দেয়, তাদেরকে কঠোর জবাব দেওয়ার মানসিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই ভাবনারই অংশ হিসেবে মিরপুরে অনুষ্ঠিত নারী সমাবেশ আয়োজন করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে মিরপুরের মনিপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা-১৫ আসনের মহিলা সমাবেশে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
মোবারক হোসাইন বলেন, “আগামী নির্বাচনে মা-বোনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের প্রার্থী ও দলের জন্য সিদ্ধান্তমূলক ভূমিকা রাখবে। তাই জালিম গোষ্ঠী তাদের উপর চাপ সৃষ্টি করলেও, মা-বোনেরা ভয় পাবে না।” তিনি আরও বলেন, “আমরা রাস্তায় নামছি, ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করব। কোনো হুমকি বা নির্যাতন আমাদের কাজ থামাতে পারবে না। ইনশাআল্লাহ আমরা সফল হব।”
বিশেষ অতিথি জাহিদুল ইসলাম তার বক্তব্যে বলেন, “মা ও বোনেরা আজও ইসলামের ঐতিহাসিক দায়িত্ব পালন করছেন। তারা সমাজ ও রাষ্ট্র গঠনে সক্রিয় ভূমিকা রাখছেন। জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থানে দেখেছি, যখন আমাদের ভাইরা আক্রান্ত হয়েছিল, মা-বোনেরা রক্ষার ঢাল হয়ে রাজপথে দাঁড়িয়েছেন। তারা বাসা থেকে খাবার নিয়ে এসেছেন, সন্তানদের সঙ্গে লড়াই করেছেন।”
মোবারক হোসাইন সমাবেশে উল্লেখ করেন, “আমাদের জন্য সবচেয়ে বড় বিষয় হলো, ডা. শফিকুর রহমান যদি রাষ্ট্রক্ষমতায় আসেন, তিনি প্রধানমন্ত্রী হবেন। তাই ভোটের সময় শুধু একজন এমপিকে নয়, ভবিষ্যতের প্রধানমন্ত্রীকে ভোট দেওয়া হবে।”
মিরপুরে অনুষ্ঠিত এই সমাবেশে নারী ভোটারদের সাহসী ও সক্রিয় ভূমিকার প্রশংসা করা হয় এবং তাদের অংশগ্রহণকে আগামী নির্বাচনে ফলপ্রসূ হিসেবে উল্লেখ করা হয়।