জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ইউরোপের বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে নির্বাচন-সংশ্লিষ্ট পরিস্থিতি ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করেছে।

বুধবার বিকেলে ইউরোপীয় ইউনিয়নের এম্বাসাডরের গুলশানের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এনসিপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের আহবায়ক নাহিদ ইসলাম, যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া এবং যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ।

ইউরোপীয় ইউনিয়নের পক্ষে নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। এছাড়া উপস্থিত ছিলেন ইইউ ডেপুটি রাষ্ট্রদূত বাইবা জারিনা, ইইউ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল) সেবাস্তিয়ান রিগার ব্রাউন, জার্মান রাষ্ট্রদূত রুডিগার লটজ, ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো, স্পেনের রাষ্ট্রদূত গাব্রিয়েল সিস্তিগা, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস রাগনার উইকস, নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন, নেদারল্যান্ডসের ডেপুটি রাষ্ট্রদূত কুস ডিজকস্ট্রা এবং ফ্রান্স দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ফ্রেডেরিক ইনজা।

মতবিনিময়ের মূল লক্ষ্য ছিল আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে দেশে স্থিতিশীলতা ও স্বচ্ছ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা এবং এনসিপির দৃষ্টিভঙ্গি কূটনীতিকদের কাছে তুলে ধরা।