বিএনপির উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, “কোনো শক্তি শেখ হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনতে পারবে না।” রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে তিনি বলেন, শেখ হাসিনা ভারতের সমর্থনে রাজনীতি চালালেও দেশের গণতন্ত্র ধ্বংস করা হবে।
ফারুক দাবি করেন, স্বাধীনতার ইতিহাস বিকৃত করা হচ্ছে, স্বাধীনতার জন্য যারা লড়েছেন তাদের নাম আজ বিকৃত করা হচ্ছে। তিনি বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে সবাই একসঙ্গে দাঁড়ান।”
তিনি আরও উল্লেখ করেন, প্রফেসর মুহাম্মদ ইউনূসের মতো বিশিষ্ট ব্যক্তি ফেব্রুয়ারিতে নির্বাচন করার পরামর্শ দিয়েছেন এবং তিনি সেই পরামর্শকে সমর্থন করেন। সমাবেশে বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।