চট্টগ্রাম–১৫ (লোহাগাড়া–সাতকানিয়া) আসনে বিএনপির ঘোষিত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে পরিবর্তনের দাবিতে স্থানীয় নেতাকর্মীরা বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় সড়ক অবরোধ করে মশাল মিছিল করেছেন।

বিক্ষোভকারীরা সাতকানিয়ার কেরানীহাট এলাকায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক অবরোধ করে মিছিলে অংশ নেন। মিছিল কেরানীহাট গরুর বাজার থেকে শুরু হয়ে গোলচত্বরে শেষ হয়। এতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিলকারীরা অভিযোগ করেন, চট্টগ্রাম–১৫ আসনে “জনগণের প্রার্থী” মুজিবুর রহমানকে মনোনয়ন না দিয়ে তৃণমূলের মতামত উপেক্ষা করা হয়েছে। তারা অবিলম্বে প্রাথমিক মনোনয়ন পরিবর্তন করে মুজিবুর রহমানকে চূড়ান্ত প্রার্থী ঘোষণার দাবি জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের হাইকমান্ডের প্রতি।

চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি মোহাম্মদ সাফি বলেন, এই আসনে ত্যাগী নেতাকে বঞ্চিত করা হয়েছে; তাই মনোনয়ন পরিবর্তন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সাতকানিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি ফরিদুল আলম জানান, মুজিবুর রহমান নানা মামলার শিকার হলেও আপসহীন ছিলেন।

দোহাজারি হাইওয়ে থানার ওসি সালাউদ্দিন চৌধুরী বলেন, অবরোধ প্রায় অর্ধ ঘণ্টা স্থায়ী হয়। পরে সাতকানিয়া ও লোহাগাড়া থানা–পুলিশ বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দেয়।