দীর্ঘ ১৯ বছর পর বাবার কবরের পাশে দাঁড়ানোর সুযোগ পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। দীর্ঘ প্রবাসজীবন শেষে দেশে ফিরে এই প্রথম বাবার কবর জিয়ারত করায় সেখানে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ।

বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে তারেক রহমান জিয়া উদ্যানে পৌঁছান। দলের শীর্ষ নেতাদের সঙ্গে তিনি শহীদ জিয়ার কবরের সামনে দাঁড়িয়ে ফুলেল শ্রদ্ধা জানান এবং মোনাজাতে অংশ নেন। জিয়ারত শেষে কিছু সময় নীরবে বাবার কবরের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে। এ সময় আবেগ সামলাতে না পেরে চোখ ভিজে ওঠে তারেক রহমানের। উপস্থিত নেতাকর্মীদের অনেককেই চোখ মুছতে দেখা যায়।

তারেক রহমানের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতারা। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সর্বশেষ ২০০৬ সালের ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে তারেক রহমান জিয়ার মাজারে শ্রদ্ধা জানিয়েছিলেন। এরপর রাজনৈতিক পটপরিবর্তন ও দীর্ঘ নির্বাসনের কারণে আর আসা সম্ভব হয়নি।

এর আগে বৃহস্পতিবার দীর্ঘ ১৭ বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার দিনই তিনি রাজধানীর পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় আয়োজিত গণসংবর্ধনায় অংশ নেন। পরে অসুস্থ মা খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান এবং সেখান থেকে গুলশানের বাসভবনে ফেরেন।

শুক্রবার দুপুর থেকেই তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে জিয়া উদ্যান এলাকায় নেতাকর্মীদের ঢল নামে। ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, বিজিবি, আনসার ও সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য মোতায়েন করা হয়।

দলীয় সূত্র জানায়, জিয়ারত শেষে তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পরিকল্পনা রয়েছে। এই সফরকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আবেগ লক্ষ্য করা গেছে।