আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১১ দলের আসন সমঝোতা বিষয়ে চূড়ান্ত ঘোষণা আজ দেওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। এ ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়। জামায়াত ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে এ নিয়ে সমালোচনামূলক পোস্ট ছড়িয়ে পড়তে দেখা যায়।

এমন পরিস্থিতিতে সর্বোচ্চ প্রজ্ঞা ও ধৈর্যের পরিচয় দেওয়ার পাশাপাশি দলীয় নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি কারও বিরুদ্ধে কোনো ধরনের বিরূপ আচরণ থেকে বিরত থাকার আহ্বানও জানান।

বুধবার (১৪ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে জামায়াত আমির বলেন,
“বহু ত্যাগ ও কুরবানির সিঁড়ি বেয়ে প্রিয় সংগঠন ও জাতি মহান আল্লাহ তাআলার একান্ত মেহেরবানিতে এ পর্যায়ে এসে দাঁড়িয়েছে।”

তিনি আরও বলেন,
“সময়টা জাতীয় জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাঁক। এ সময়ে সবাইকে সর্বোচ্চ প্রজ্ঞা ও ধৈর্যের পরিচয় দিতে হবে এবং দায়িত্বশীল আচরণ করতে হবে। কারও ব্যাপারেই কোনো ধরনের বিরূপ আচরণ করা থেকে বিরত থাকতে হবে।”

ডা. শফিকুর রহমান বলেন,
“আমাদের উদ্দেশ্য একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। আশা করি, আমরা সবাই সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দেবো, ইনশাআল্লাহ।”

উল্লেখ্য, আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে ১১ দলের আসন সমঝোতা বিষয়ে এক সংবাদ সম্মেলনের ঘোষণা দেওয়া হয়েছিল। তবে অনিবার্য কারণ দেখিয়ে তা স্থগিত করা হয়।

সংবাদ সম্মেলন স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় আসন সমঝোতা জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ। তিনি জানান, অনিবার্য কারণে ঘোষিত সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।

এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ জানায়, তারা ওই সংবাদ সম্মেলনের কোনো দাওয়াত পায়নি এবং এ বিষয়ে তাদের সঙ্গে কোনো পরামর্শও করা হয়নি। ফলে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আপাতত তারা ওই সংবাদ সম্মেলনে অংশ নিচ্ছে না।

এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেন,
“এ ধরনের সংবাদ সম্মেলনের বিষয়ে আমরা কোনো দাওয়াত পাইনি, এমনকি কোনো পরামর্শও করা হয়নি। তাই আপাতত সেই সংবাদ সম্মেলনে থাকছি না।”

তিনি আরও জানান, আসন সমঝোতায় থাকবেন কি না—সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ বুধবার দুপুরে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মজলিসে আমেলার জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আসন সমঝোতার ঘোষণা স্থগিত হওয়ায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা চললেও সংশ্লিষ্ট দলগুলো দায়িত্বশীল ও সংযত অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছে নেতারা।