দেশের বর্তমান রাজনৈতিক সংকটের জন্য অন্তর্বর্তী সরকারকে দায়ী করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, নির্বাচনের আগে কোনো গণভোটের সুযোগ নেই। নির্বাচনের দিনই জনগণ দুটি ব্যালটে ভোট দেবে একটি প্রার্থী নির্বাচনের জন্য, আরেকটি গণভোটের জন্য।
ফখরুল অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ঐকমত্যের চূড়ান্ত নথিতে বিএনপির মতভেদ বা ‘নোট অব ডিসেন্ট’ গোপন করে আস্থার সেতু ভেঙে দিয়েছে। তিনি বলেন, বিএনপি সংস্কারের দলের কাজ হচ্ছে জনগণের ভোটের মাধ্যমে দেশের পরিবর্তন আনা।
তিনি আরও উল্লেখ করেন, ঐকমত্য কমিশনের সঙ্গে এক বছরের বেশি সময় ধরে আলোচনা চললেও, নির্বাচনের জন্য জমা দেওয়া নথিতে বিএনপির মতভেদ অন্তর্ভুক্ত করা হয়নি, যা রাজনৈতিক আস্থা ভঙ্গ করেছে। ফখরুল বলেন, বর্তমান রাজনৈতিক অচলাবস্থার দায় সম্পূর্ণভাবে অন্তর্বর্তী সরকারের ওপর বর্তায়।
সভায় জেএসডি সভাপতি আ. স. ম. আবদুর রব, সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতনসহ দলের অন্যান্য নেতা-কর্মীরাও বক্তব্য রাখেন।