জামায়াত-e-ই ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তাদের রাজনৈতিক দল ক্ষমতায় গেলে পার্সেন্টেজ রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি বাস্তবায়ন করবে। তিনি দাবি করেন, এটি জনগণের স্বার্থে প্রয়োজনীয় একটি ব্যবস্থা এবং দল ক্ষমতায় এলেও তা রূপায়ণের প্রতিশ্রুতি তারা দিচ্ছেন।
শনিবার (২২ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম কলেজ মাঠে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে হেলিকপ্টারে করে চট্টগ্রামে পৌঁছান তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, আমরা ইতিবাচক রাজনীতি করতে চাই। দেশের জন্য কী করা যায়, কোন নীতি জনগণের উপকারে আসে এসব নিয়েই আমাদের মূল চিন্তা। কাউকে উদ্দেশ্য করে মন্তব্য বা পাল্টা বক্তব্য দেওয়ার মানসিকতা আমাদের নেই।
নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। তবে তা তৈরি করাই রাজনৈতিক দলগুলোর যৌথ দায়িত্ব। নির্বাচন ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হতে হবে, নইলে দেশে অস্থিরতা দেখা দিতে পারে, মন্তব্য করেন তিনি। পাশাপাশি তিনি বলেন, আমরা কোনো ধরনের রাজনৈতিক সংকট সৃষ্টি হতে দেব না, ইনশাল্লাহ।
চট্টগ্রামে পৌঁছে জামায়াত আমির প্রথমে আকবর শাহ থানার পূর্ব ফিরোজ শাহ কলোনীর আল জামিয়াতুল ইসলামিয়া বড় মাদ্রাসার বার্ষিক মাহফিলে যোগ দেওয়ার কথা রয়েছে। সন্ধ্যা ৬টায় তিনি চট্টগ্রাম মহানগর জামায়াত আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
সভায় দলের নির্বাচনী প্রস্তুতি, সাংগঠনিক পরিকল্পনা এবং আসন্ন জাতীয় নির্বাচনে করণীয় বিষয়গুলো তুলে ধরা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।