জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান জানিয়েছেন, জুলাই যোদ্ধাদের ‘স্বৈরাচারের দোসর’ হিসেবে উল্লেখ করা গুরুতর অসৌজন্যতা। এ মন্তব্য তিনি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের পাল্টাপাল্টি বক্তব্যের প্রেক্ষিতে।

শফিকুর রহমান শনিবার (১৮ অক্টোবর) তার ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক স্ট্যাটাসে বলেন,দয়া করে দায়িত্বশীল কোনো জায়গা থেকে— জীবন বাজি রেখে লড়াই করা জাতির গর্বিত লোকগুলোর ব্যাপারে এমন কথা বলব না। কেউ এমন আচরণ করলে জাতি তাদেরকে ক্ষমা করবে না। সকল ক্ষেত্রে রাজনৈতিক নেতৃবৃন্দ আমরা দায়িত্বশীলতার পরিচয় দেব, ইনশাআল্লাহ।”

গত শুক্রবার (১৭ অক্টোবর) জুলাই সনদ স্বাক্ষরের দিন, ‘জুলাই যোদ্ধাদের’ সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটে। তিন দাবির পরিপ্রেক্ষিতে বিক্ষোভরত তারা মঞ্চের সামনে অবস্থান নেন, পরে পুলিশ তাদের সরিয়ে দেয়। এরপর মঞ্চে বিএনপি, জামায়াতসহ ২৪ দলের নেতারা জুলাই সনদে স্বাক্ষর করেন।

এ ঘটনায় সাংবাদিকদের সঙ্গে আলাপে সালাহউদ্দিন আহমেদ বলেন,যেসব বিশৃঙ্খলতা হয়েছে, আমরা খোঁজ নিয়েছি, এটি তদন্তাধীন। দেখা গেছে এখানে জুলাই যোদ্ধাদের নামে কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল লোক ঢুকেছে। এটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে মনে করি। আসল জুলাই বা অভ্যুত্থানের সঙ্গে জড়িত কেউ থাকতে পারে না।”

এ প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সালাহউদ্দিন আহমদের বক্তব্য প্রত্যাহারের পাশাপাশি ক্ষমা চাওয়ার আহ্বান জানান। নাহিদ ইসলাম বলেন,ভুলবশত হয়ত তার কাছে তথ্য না থাকায় তিনি এ রকম কথা বলেছেন। যেহেতু তিনি দীর্ঘদিন দেশে ছিলেন না, রাজপথে ছিলেন না। তাই হয়ত তিনি জানেন না কে রাজপথে ছিল, কারা লড়াই করেছিল।”

পরে সালাহউদ্দিন আহমেদ এক অনুষ্ঠানে দাবি করেন, তার বক্তব্যকে অপব্যাখ্যা করে ‘জুলাই যোদ্ধাদের’ আওয়ামী লীগের ‘দোসর’ বলার দায় তার ওপর চাপানো হচ্ছে।