চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান বলেছেন, দীর্ঘ ১৬ বছর ধরে দেশের জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। তাই আসন্ন জাতীয় নির্বাচন হবে গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার নির্বাচন। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, এই নির্বাচন বাধাগ্রস্ত করার মতো কোনো অপশক্তি দেশে নেই, জনগণের বিজয় অবশ্যম্ভাবী।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ডে ধানের শীষের পক্ষে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

আবু সুফিয়ান বলেন, বাংলাদেশের জনগণ গণতন্ত্রের জন্য বারবার রক্ত দিয়েছে। সেই রক্তের বিনিময়েই স্বাধীনতা এসেছে, ফ্যাসিবাদের অবসান ঘটেছে। তাই জনগণকে ভয় দেখিয়ে বা ষড়যন্ত্র করে নির্বাচন বানচাল করা যাবে না।

তিনি আরও বলেন, আগামী নির্বাচন হবে ব্যালট বিপ্লবের নির্বাচন। জনগণ তাদের ভোটের মাধ্যমে পছন্দের সরকার প্রতিষ্ঠা করবে। ধানের শীষ হলো জনগণের আস্থার প্রতীক, এই প্রতীকই গণমানুষের বিজয়ের প্রতীক।

বিএনপি নেতা দাবি করেন, সারাদেশে ধানের শীষের পক্ষে এক অভূতপূর্ব গণজোয়ার সৃষ্টি হয়েছে। তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা এই গণজোয়ারের ঢেউ সামলাতে পারবে না। জনগণই এবার পরিবর্তন আনবে।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচির কথা স্মরণ করে আবু সুফিয়ান আরও বলেন, তারেক রহমান সেই আদর্শের ভিত্তিতে ৩১ দফা জাতীয় রূপরেখা ঘোষণা করেছেন, যা দেশের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের কল্যাণে প্রণীত। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে বাংলাদেশ একটি উন্নত, সমৃদ্ধ ও কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত হবে।

গণসংযোগ কর্মসূচিতে বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা অংশ নেন এবং ধানের শীষের পক্ষে প্রচার চালান।